ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরী দম্পতির নামে অস্ত্র মামলা

  • আপলোড তারিখঃ 09-09-2024 ইং
সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরী দম্পতির নামে অস্ত্র মামলা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে অস্ত্র মামলা করেছে পুলিশ।


রোববার (৮ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র বাদি হয়ে এ মামলা করেন।


সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে রোববার সকালে পুলিশ উপজেলার কাজীপুর সড়কের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে সুলুন-১২ গেজ মডেলের দুটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে।


ওসি আরও জানায় সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ায় হেনরী ও তার স্বামীর শর্টগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনটি হত্যা মামলার আসামি হয়ে আত্নগোপনে রয়েছেন এ দম্পতি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?