ঢাকা | বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

  • আপলোড তারিখঃ 18-11-2024 ইং
আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে। এ সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

নতুন ঘোষিত দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এই দলের বেশিরভাগ সদস্যই সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।


আয়ারল্যান্ড নারী দল আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর একই ভেন্যুতে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?