পাকিস্তানের করাচিতে ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের উদ্যাপন করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে এক শিশু (৮) ও এক বৃদ্ধসহ অন্তত তিনজন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।
জিও নিউজের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, আজিজাবাদে গুলিতে ওই শিশুর মৃত্যু হয়। করাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি প্রাণ হারান। অপর একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে করাচি পুলিশের এক মুখপাত্র বলেন, এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জনগণকে নিরাপদ উপায়ে জাতীয় দিবস উদ্যাপনের আহ্বান জানান।
করাচিতে উদ্যাপনের গুলিবর্ষণ নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই শহরে অন্তত ৪২ জন নিহত ও ২৩৩ জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই ডাকাতি ঠেকাতে গিয়ে বা উদ্যাপনের গুলিতে প্রাণ হারান।
পাকিস্তানে প্রতিবছর ১৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়। তবে এই প্রাণঘাতী উদ্যাপন নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস