ঢাকা | বঙ্গাব্দ

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন ড. ইউনূস

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন ড. ইউনূস ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি মাসের ২২ তারিখ একটি ছোট প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্কে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, ড. ইউনূসের এ সফরটি খুবই সংক্ষিপ্ত হবে। আসা-যাওয়া মিলে ৫ দিনের মতো হবে। 


প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করে পদত্যাগ দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ড. ইউনূস।


প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের এটি প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?