ঢাকা | বঙ্গাব্দ

বৃহস্পতিবার খোলা থাকবে সব পোশাক কারখানা : বিজিএমইএ সভাপতি

  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং
বৃহস্পতিবার খোলা থাকবে সব পোশাক কারখানা : বিজিএমইএ সভাপতি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।


বুধবার (৪ সেপ্টেম্বর) চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বহিরাগত, স্থানীয় আওয়ামী লীগ ও কিছু বিএনপির কর্মী মিলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্যই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করেছে। 


তিনি বলেন, আজ থেকেই সেখানে অভিযান শুরু হবে। সরকার কঠোর অবস্থানে যাবে। যারা গার্মেন্টস খাত ধ্বংস করতে চায়, তাদের ছাড় দেয়া হবে না। তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে। আওয়ামী লীগের যারা জড়িত ছিল, তারা বেশিরভাগই পালিয়ে গেছে, তবে বর্তমানে অসন্তোষে কিছু আওয়ামী লীগের নেতাদের পাশাপশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?