ঢাকা | বঙ্গাব্দ

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 09-09-2024 ইং
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বাতিল করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিমানবন্দর এলাকাবাসী।


সোমবার দুপুরে বিমানবন্দরের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এলাকাবাসী জানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। পরে আওয়ামী সরকার যড়যন্ত্র করে এটির নাম পরিবর্তন করে। তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি যেন আবারও পুনর্বহাল করা হয় আমরা সেই দাবিতে মানববন্ধন করছি।


স্থানীয় জনগণ আরো বলেন, আমরা আগের নামে বিমানবন্দরটির নামকরণ চাই। এটা আমাদের হারানো গৌরব। সারা বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামডাক রয়েছে। এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নামে (জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) পুনর্বহালের দাবি আমাদের।


তারা বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার। ১৮ কোটি মানুষের প্রাণের নেতা তিনি। সাবেক হাসিনা সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে নাম পরিবর্তন করেছেন। যা সর্বজন গ্রহণযোগ্য নয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহালের দাবি কোনো রাজনৈতিক দাবি না।


মানববন্ধন কর্মসূচিতে আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উত্তরার বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা পোষণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?