ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের যা বললেন রাহুল গান্ধী

  • আপলোড তারিখঃ 11-09-2024 ইং
বাংলাদেশ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের যা বললেন রাহুল গান্ধী ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে বেশ সরব ভারতীয় নেতারা। সরকারি দল থেকে শুরু করে বিরোধী দলের নেতা, সবাই কথা বলছেন। এবার তাদের কাতারে শামিল হলেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। বললেন, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। বর্তমান সরকার বা তারপরে যে সরকার আসবে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারবে ভারত। খবর এনডিটিভির।


স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, বাংলাদেশে চরমপন্থী উপাদান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। আমাদের মধ্যেও এই উদ্বেগের কিছুটা রয়েছে। তবে আমি নিশ্চিত যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। আমরা বর্তমান সরকার বা তারপরে অন্য যে সরকার আসবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।


এই সংবাদ সম্মেলনের আগে মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে একদল আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন রাহুল। সেখানেও বাংলাদেশের ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।


কংগ্রেস নেতা বলেন, আমরা এটি (বাংলাদেশ) উত্থাপন করেছি। তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। দেখুন, আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। আমরা এটি বন্ধ করতে চাই। সত্যি বলতে, এটি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ দেয়া যাতে সহিংসতা বন্ধ হয়।


যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে। এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু ছাড়াও ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক, চীন ও পাকিস্তান ইস্যুতেও কথা বলেন রাহুল।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?