ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ গণহারে গ্রেপ্তার করবে না: আইজিপি

  • আপলোড তারিখঃ 05-12-2024 ইং
পুলিশ গণহারে গ্রেপ্তার করবে না: আইজিপি ছবির ক্যাপশন: সংগৃহীত

কারো নামে মামলা হলেই পুলিশ গণহারে গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, পাঁচ আগস্টের পরে অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। তাই পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না। নিরীহ কাউকে হয়রানি করা যাবে না। কেউ মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আইজিপি আরও বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। জনগণের সঙ্গে  বিনয়ী আচরণ করতে হবে পুলিশকে।


গণহত্যায় জড়িত পুলিশের সদস্যসংখ্যার বিষয়ে তিনি বলেন, দুই লাখ ১৩ হাজার পুলিশের কতজন জড়িত ছিল তা বের করা কঠিন। তাদের সংখ্যা নিশ্চিত এবং চিহ্নিত করা হবে। অনেক নিরীহ পুলিশকেও আসামি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?