ঢাকা | বঙ্গাব্দ

চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা

  • আপলোড তারিখঃ 19-09-2024 ইং
চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা ছবির ক্যাপশন: অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।


মামলার অন্য আসামিরা হলেন- মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ ও সাগর শরীফ। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধর করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ অনুসারীরা।


এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?