ঢাকা | বঙ্গাব্দ

লালপুরে যুবদল নেতা মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ 09-12-2024 ইং
লালপুরে যুবদল নেতা মাসুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ছবির ক্যাপশন: সংগৃহীত

নাটোর লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ভেল্লাবাড়ি বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি হয়।


বিক্ষোভে বক্তারা অবিলম্বে যুবদল নেতা মাসুম এর ওপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে, গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি করেন।


এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদ উজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির বাবু, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?