ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং
কক্সবাজার সৈকতে গোসলে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহমুদুর রহমান নামে এক মাদরাসা পড়ুয়া ছাত্রের মৃ্ত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।


নিহত মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদরাসায় নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে মাহমুদুর তার ৬ বন্ধুসহ সমুদ্র সৈকতে ঘুরতে আসে। এ সময় সৈকতের সুগন্ধা পয়েন্টের গোসল করতে নামে তারা। একপর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?