ঢাকা | বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ছবির ক্যাপশন: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বুজরুক জামালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী এতে অংশ নেয়।


শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে প্রধান শিক্ষকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন ওই বিদ্যালয়ের মৌলবী শিক্ষক শহিদুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তৎকালীন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির কথিত ভগ্নিপতি ইকবাল কবির অপুকে সভাপতি মনোনীত করে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট বারবার অনুরোধ করেও কোনো ফল পায়নি। এমনকি তাদের অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানাভাবে হয়রানি করা হতো। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একটাই দাবি, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া।


এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অনিয়মের বিষয় কিছুটা স্বীকার করেন। তিনি আরও জানান যে, সকল অনিয়ম ও দুর্নীতির মূল হোতা ছিলেন সাবেক সভাপতি।


এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?