ঢাকা | বঙ্গাব্দ

রিয়া ও রাইমা সেনের বাবা ভারত দেববর্মা মারা গেছে

  • আপলোড তারিখঃ 19-11-2024 ইং
রিয়া ও রাইমা সেনের বাবা ভারত দেববর্মা মারা গেছে ছবির ক্যাপশন: সংগৃহীত

অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী এবং রিয়া ও রাইমা সেনের বাবা ভারত দেববর্মা মারা গেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 


ভারত দেববর্মার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে নিশ্চিত করেন তার মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।


ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভারত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তার বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে রিয়া। বিয়ে ও দুই সন্তান জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন। আটের দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন এই সুচিত্রাকন্যা।


এরপর ২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন। অভিনয় হোক বা রাজনৈতিক ক্যারিয়ার, বরাবর স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা। রিয়া-রাইমার কাছেও তিনি ‘বেস্ট ড্যাড’। 


গত ২৮ সেপ্টেম্বর ছিল ভারত দেববর্মার জন্মদিন। সেদিন বাবার একাধিক ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে রাইমা সেন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা, তুমি আমাদের সমস্ত স্বপ্ন সত্যি করে তুলেছো। এখনও এত ফুরফুরে মনের মানুষ ও ভালোবাসায় পূর্ণ বাবা হয়ে থাকার জন্য থ্যাংক ইউ ড্যাড। তোমার এই রসিকতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনা রইল।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?