ঢাকা | বঙ্গাব্দ

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে ভারত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
  • আপলোড তারিখঃ 13-12-2024 ইং
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে ভারত ছবির ক্যাপশন: সংগৃহীত

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে লেবার পার্টির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র মিশন, ঢাকা মহানগরের উদ্যোগে কর্মী সভায় এ কথা বলেন তিনি।


মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়ে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ ও ফেনী নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।


এছাড়া অবৈধ ভারতীয়দের গ্রেফতার করে বিচার ও ফেরত পাঠানোর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি।


কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনসহ সংগঠনের অন্যান্য নেতারা।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?