শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে লেবার পার্টির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র মিশন, ঢাকা মহানগরের উদ্যোগে কর্মী সভায় এ কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়ে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ ও ফেনী নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এছাড়া অবৈধ ভারতীয়দের গ্রেফতার করে বিচার ও ফেরত পাঠানোর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি।
কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনসহ সংগঠনের অন্যান্য নেতারা।