ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ 03-12-2024 ইং
পাবনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৩, অস্ত্র ও গুলি উদ্ধার ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।


বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার হেমায়েতপুরের ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার‌ এলাকার শেখ ফরিদ (২৬)।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?