ঢাকা | বঙ্গাব্দ

আত্রাই এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

  • আপলোড তারিখঃ 07-12-2024 ইং
আত্রাই এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ছবির ক্যাপশন: ফোকাস উল্লাপাড়া

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও সাহেবগঞ্জ  বাজার এলাকার  দোকান মালিক সমিতির উদ্যোগে কবরবাসীর মাগফেরাত কামনায়  তাফসিরুল কুরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত  শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আছর  সাহেবগঞ্জ  কেন্দ্রীয় ঈদগাহ   মাঠে  মাহফিলের আয়োজন করে। মাহফিলে সভাপতিত্ব করেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম। মাহফিলের সাবিক ব্যবস্থাপনায় ছিলেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য  ও সাহেবগঞ্  বাজার দোকান মালিক সমিতির সদস্যগন, ইমাম ও আলেমগন।


মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গুড়নই সিনিয়র মাদরাসা, আত্রাই, নওগাঁ ও  বাংলাদেশ মাজসিমূল মুফাসসিরিন,গাইবান্ধা হযরত মাওঃ মোহাম্মাদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ সাহাবুদ্দীন। দ্বিতীয় বক্তা ছিলেন মাওঃ আসাদুজ্জামান নূরী নাটোর, তৃতীয় বক্তা মাওঃ আঃ বাকী (শাহীন) পেশ ইমাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, সাহেবগঞ্জ।


প্রধান  বক্তা তার আলোচনায় বলেন, কিছু অশিক্ষিত লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তার মানুষ মারা গেলে খতম আর মিলাদ পড়বে, এটাই শুধু আলেমদের কাজ,  প্রধান বক্তা বলেন, আলেমরা সরাসরি রাসূল(সঃ) এর কাজ থেকে রাজনীতি শিখেছেন কারন ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন, সুলাইমান তো পৃথিবীর বাদশা বানিয়ে ছিলেন, আরো অন্নান্য নবী রাসুলগন রাষ্ট্র নায়ক আল্লাহ বানিয়ে ছিলেন। তাই আলেমরা রাসূল(সাঃ) থেকে পাওয়া রাজনীতি করবে। এটা তাদের অধিকার। এ সময়  এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?