ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে রাজশাহী। ফলে হেডলাইট জ্বালিয়েও কচ্ছপ গতিতে চালাতে হচ্ছে যানবাহন। ঝিরঝির বৃষ্টির মতো রাতে পড়ছে কুয়াশা। ভিজছে রাস্তা-ঘাট। ঘাসের ডগায় জ্বলজ্বল করছে শিশির বিন্দু। এমন পরিস্থিতিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ অহিদুল ইসলাম বলেন, রাজশাহী আবহাওয়া অফিসে এ বছর ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন। এ ছাড়া সারাদেশের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।