ঢাকা | বঙ্গাব্দ

ডিয়ার মা’ চলচ্চিত্রটি কলকাতার পর সম্প্রতি আমেরিকা ও কানাডায় মুক্তি

  • আপলোড তারিখঃ 15-08-2025 ইং
ডিয়ার মা’ চলচ্চিত্রটি কলকাতার পর সম্প্রতি আমেরিকা ও কানাডায় মুক্তি ছবির ক্যাপশন: সংগৃহীত

ভারতের প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ চলচ্চিত্রটি কলকাতার পর সম্প্রতি আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়েছে। ছবিটি দর্শকদের ভেতরে দারুণ সাড়া ফেলেছে। ছবির ওভারসিজ রিলিজের পাশাপাশি গান নিয়ে বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজন করে ছবির আন্তর্জাতিক পরিবেশক বায়োস্কপ ফিল্মস। আয়োজনটির নাম দেয়া হয় ‘ডিয়ার মা নর্থ আমেরিকা চ্যালেঞ্জ’। 


সিনেমার টাইটেল ট্র্যাকটি গেয়েছেন প্রখ্যাত কন্ঠশিল্পী পাপন। মূলত তার এই গানটির কাভার করে পাঠানোর মাধ্যমে সেরা কন্ঠশিল্পী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়। বায়োস্কপের উদ্যোগে এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে উপাস কমিউনিকেশন, ইটারনাল সাউন্ড ও কোলাহল টকিজ। 


অনলাইনে ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শিল্পী তাদের কাভার গান রেকর্ড করে পাঠায়। বর্তমানে প্রতিযোগিদের প্রাথমিক বাছাই চলছে। প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন পিংক, কড়ক সিং, অন্তহীন, অনুরননখ্যাত ছবির নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক বিক্রম ঘোষ ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। 


আয়োজনটির অন্যতম ব্যবস্থাপক কোলাহল টকিজের প্রধান নির্বাহী তানভীর তারেক বলেন, ‘একটি চলচ্চিত্রের বিপননের পাশাপাশি তার গান নিয়ে এ ধরনের উদ্যোগ আমি মনে করি নতুন একটি উদাহরণ হয়ে থাকবে। ছবিটির বিশ্ব পরিবেশনায় ডিজিটাল কনসালটেন্ট হিসেবে কাজ করছে কোলাহল। আমরা খুব অল্প সময়ের মধ্যে গান চাইলেও প্রচুর সাড়া পেয়েছি। প্রবাসী তরুন শিল্পীরাও দারুন উৎসাহ পাবেন এ ধরনের কার্যক্রমে।’ 


মূল বাছাইয়ের পর চুড়ান্ত বিজয়ীর নতুন গান প্রকাশ পাবে ইটারনাল সাউন্ডস এ। এছাড়া বিশেষ একটি মিউজিক ভিডিও নির্মান করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। 


প্রতিযোগিতা প্রসঙ্গে ‘ডিয়ার মা’ ছবির মূল অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘এটা সত্যিই একটা অভিনব উদ্যোগ। কলকাতা ও আমেরিকায় ভিন্ন ভিন্নভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি চলচ্চিত্রের সাথে এ ধরনের উদ্যোগ তরুনদের জন্য একটি নতুন প্লাটফর্ম হিসেবে কাজ করছে জেনে ভালো লাগলো।’ 


নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘বায়োস্কপের রাজ হামিদ ও কোলাহলের তানভীরের সঙ্গে আমাদের একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়েছে। এই ছবির এই প্রতিযোগিতার তারই ভাবনার ফসল। আগামীতে আমরা একসঙ্গে আরো কিছু পরিকল্পনা করছি। যা নতুন শিল্পী তৈরির কাজে দারুণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে