ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসককে মারধর, কক্সবাজার সদর হাসপাতাল কমপ্লিট শাটডাউন

  • আপলোড তারিখঃ 11-09-2024 ইং
চিকিৎসককে মারধর, কক্সবাজার সদর হাসপাতাল কমপ্লিট শাটডাউন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন সজীব কাজী নামের চিকিৎসক। ঘটনার পর মঙ্গলবার রাত ১টা থেকে কক্সবাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।


হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন।


সিসিটিভি ফুটেছে দেখা যায়, সদর হাসপাতালের সিসিইউতে কক্সবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডের আজিম নামের এক রোগীর মৃত্যুর পর স্বজনরা সিসিইউতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীবকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তাকে মারতে মারতে চারতলা থেকে নিচে নামিয়েও মারধর করা হয়। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। রাত ১টার দিকে চিকিৎসকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসকরা।


কক্সবাজার হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল অফিসাররা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসকের কোনো নিরাপত্তা নেই। কোনো কারণ ছাড়াই হামলার শিকার হতে হচ্ছে চিকিৎসকদের। রাতে একজন চিকিৎসককে অমানবিকভাবে মারধর করা হয়েছে। যতক্ষণ ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ আমরা কর্মবিরতি করব।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, ‘রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক সজীবের ওপর হামলার ঘটনা ঘটেছে। চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এখন জরুরি বিভাগসহ সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?