ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় পাট গুদামে আগুন, ৮ লাখ টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ 30-08-2024 ইং
উল্লাপাড়ায় পাট গুদামে আগুন, ৮ লাখ টাকার ক্ষতি ছবির ক্যাপশন: আগুনে পড়ে যাওয়া গুদামটি। ছবি: ফোকাস উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় পাঁচশ মণ পাটসহ পুরো গুদামটি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।


উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


পাট গুদামটির মালিক আব্দুল লাতিফ জানান, তার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। রাতে গুদামে কেউ থাকে না। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গুদামে আগুন ধরিয়ে দেয়। ওই গুদামে প্রায় পাঁচশ’ মণ পাট ছিল। পাটসহ তার গুদামটি পুড়ে গেছে। ৮ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আব্দুল লাতিফ।


উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। গুদামের পাশে খাল থাকায় পানি নিতে সুবিধা হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?