ঢাকা | বঙ্গাব্দ

সিনিয়র সচিব আবদুল মোমেন পদত্যাগ করলেন

  • আপলোড তারিখঃ 10-12-2024 ইং
সিনিয়র সচিব আবদুল মোমেন পদত্যাগ করলেন ছবির ক্যাপশন: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। গত রোববার (৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।


সোমবার তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।


পদত্যাগের কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জানা গেছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন; সেজন্যই জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন।  


গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে গত ১ অক্টোবর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?