ঢাকা | বঙ্গাব্দ

সলঙ্গায় বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু

  • আপলোড তারিখঃ 24-09-2025 ইং
সলঙ্গায় বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকী

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় মো. আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবুল কালাম আজাদ চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।


হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দিলে এর চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে