বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সয়াবিন তেলের দাম বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়। নতুন দাম শিগগির কার্যকর হবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে নতুন দামের কথা জানান বাংলাদেশ ভোজ্যতেল সমিতির সভাপতি মোস্তফা হায়দার।
নতুন দর অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৭৫ টাকা। যা আগে ছিল ১৬৭ টাকা। এছাড়া, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৫৭ টাকা ধার্য করা হয়েছে, যা এতদিন ছিল ১৪৯ টাকা।
দাম বাড়ানো নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা যাচ্ছিল। আর এরইমধ্যে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।
বিক্রেতাদের দাবি, দাম বাড়ানোর জন্যই ভোজ্যতেল কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছেড়েছে। এতে সংকট দেখা দিয়েছে। এটি দাম বাড়ানোর জন্যই সৃষ্ট সংকট।