অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস মনে করেন, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর হলিউডে এখনো পুরুষ-শাসিত পরিবেশ বজায় রয়েছে। সম্প্রতি দ্য সানডে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রবার্টস জানান, তার নতুন ছবি ‘আফটার দ্য হান্ট’-এ তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমা ইমহফ চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রচন্ড নারী-বিদ্বেষী এক জগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেন।
সাক্ষাৎকারে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‘আচ্ছা, আমাদের সমাজ এখনো পুরুষ-শাসিত। এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যা, যে কোনো চাকরিতে যেখানে নারীরা সংখ্যালঘু, তারা আলমার মতোই অনুভব করতে পারেন। আমাদের সকলেরই কম-বেশি এই অভিজ্ঞতা হয়েছে। আমি প্রায়ই নিজেকে এমন এক টেবিলে বসে থাকতে দেখি, যেখানে হয়তো আমি ছাড়া কেবল আর একজনই নারী থাকেন।”
ব্রিটিশ এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ৫৭ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘‘পুরুষ-প্রধান পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমাকে নির্ভীক হতে হয়েছে। এই ধরণের পরিবেশে আমি ভয় পাই না।
এদিকে, তার আসন্ন ছবি ‘আফটার দ্য হান্ট’-এ অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে অস্কারজয়ী এই তারকা নিজের মিশ্র অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘‘বুঝতে পারছিলাম না যে, আমি আলমাকে পছন্দ করি নাকি ঘৃণা করি। কিংবা আদৌ তাকে বুঝতে পারি কিনা। এটিই আমাকে অভিনয়ে আকর্ষিত করেছে।’’ উল্লেখ্য, এই ছবিটির পরিচালক লুকা গুয়াডাগ্নিনো।
এ ছাড়া মা হওয়ার পর তার ভেতরে আসা নতুন এক উপলব্ধি সম্পর্কে রবার্টস বলেন, ‘‘যে যে কাজে আমি সম্পূর্ণ মনোযোগ দিতে পারব না, তা আমি আর গ্রহণ করব না। কেননা যদি মনে হয়, কোন কিছু নিয়ে আমি দ্বিধায় আছি তা হলে আমি সে কাজ করতে পারি না।’’
পাশাপাশি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের যে পার্থক্য সে বিষয়েও তিনি মত প্রকাশ করেন। এক স্কুলে অভিভাবক সভার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, “সেই সভায় সব অভিভাবকই তাদের সন্তানদের নিয়ে কম-বেশি অভিযোগ করছিলেন। তখন এক মা বলে উঠলেন, ‘আমি কিশোর-কিশোরীদের ভালোবাসি। তারা গ্রহের সবচেয়ে সেরা প্রাণী।’ আমার মতে, তিনি একদম ঠিক বলেছিলেন।’’