সিরাজগঞ্জের সলঙ্গায় দবিরগঞ্জ আলহাজ্ব আহমাদ আলী দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. শেফায়েত উল্লাহর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ এনে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
এ সময় অভিযুক্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একদফা পদত্যাগ দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা মাদ্রাসার আশপাশের সড়ক ঘুরে মাদ্রাসা মাঠে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে অত্র এলাকার জনসাধারণ। মাদ্রাসা সুপার শেফায়েত উল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেধরেন তারা।
মাদ্রাসার শিক্ষার্থী আজাদ, রিফাত, ছনিয়াসহ অনেকেই জানায়,আমাদের দাবি না মানলে আমরা ক্লাসে ফিরব না এবং একই ভাবে আমাদের বিক্ষোভ চলতে থাকবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুপার মাও. শেফায়েত উল্লাহকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।