ঢাকা | বঙ্গাব্দ

সেকেন্ডে ছাড়া হচ্ছে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
সেকেন্ডে ছাড়া হচ্ছে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানিতে কমাতে প্রতি সেকেন্ডে কর্ণফুলীতে ছাড়া হচ্ছে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি। ফলে কমতে শুরু করেছে হ্রদের পানি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট দিয়ে ৫ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হবে। সব মিলে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলীতে যাচ্ছে।


পানি ছাড়ার ফলে তীব্র স্রোত ও জোয়ারে করণে বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরি চলাচল। এতে রাঙামাটি-রাজস্থলী ও বান্দরবান সড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছের দুর্ভোগে।


এদিকে সকালে শহরের শান্তি নগর, রসুলপুর ও রিজার্ভ বাজারসহ আশে পাশে এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে এখনো অনেক বাসাবাড়িতে এখনো পানি রয়েছে।


অনেকে ত্রাণ না পাওয়া নিয়ে করছে অভিযোগ। আবার কেউ বলছেন ত্রাণ চাই না। দ্রুত হ্রদের পানি কমানোর দাবি করেন। পানি না কমায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।


শহরের রসুলপুরের বাসিন্দা মো. শাহ পরান জানান, সোমবার সন্ধ্যায় বাসায় এক ফুটের বেশি পানি ছিল। তবে সকালে ঘুম থেকে উঠে দেখি ৫-৬ ইঞ্চি পানি কমে আসছে। এভাবে পানি ছাড়া থাকলে আশা করি আজকে মধ্যে ঘরে সব পানি সরে যাবে।


লংগদু উপজেলার বগাবচর ইউনিয়নের বাসিন্দা মো, মমিন মিয়া জানান, গত কয়েকদিন দ্রুত পানি বাড়ছিলো তবে সোমবার থেকে পানি বৃদ্ধি বন্ধ হলেও অনেক বাসাবাড়ি সড়ক এখনো ডুবে আছে। এমন পানি ২০০৭ সালের পর হয়নি। এলাকার লোকজন গরু-ছাগল নিয়ে কষ্টে পড়েছে।


টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকলসহ কয়েক উপজেলার প্রায় ১৭টি গ্রামের মানুষ এখনো পানিবন্দি রয়েছে। জেলা প্রশাসন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসা বাড়িতে আছেন তাদের ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।


কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহের জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসার পানির কারণে বাঁধের জলকপাট আড়াই ফুট থেকে ধাপে ধাপে ৫ ফুট বাড়ানো হয়েছে। এখন ১৬টি গেইট দিয়ে প্রতি সেকেন্ডে ৯৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। সব মিলে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলীতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?