ঢাকা | বঙ্গাব্দ

বোমা তৈরির সরঞ্জামসহ ২ সহোদর গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং
বোমা তৈরির সরঞ্জামসহ ২ সহোদর গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই সহোদর নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।


গ্রেপ্তাররা হলেন, রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)।


বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাতে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রাজধানী শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই সহোদর নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে সিটিটিসি।


তাদের কাছ থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টি রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?