ঢাকা | বঙ্গাব্দ

আজ মধ্যরাত থেকে অভিযান, ধরা হবে গডফাদারদের

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
আজ মধ্যরাত থেকে অভিযান, ধরা হবে গডফাদারদের ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অবৈধ অস্ত্র উদ্ধারে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এই অভিযানে সব গডফাদারদের আটক করা হবে- এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, এই অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনতে কাজ করছেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হিন্দুধর্মালম্বীদের দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে। আজকের সভাটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব নিয়ে কথা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?