ঢাকা | বঙ্গাব্দ

গাজা যুদ্ধে ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনি নিহত

  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং
গাজা যুদ্ধে ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনি নিহত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৬১ জনে। এসব হামলায় আহত হয়েছেন ৯৪ হাজার ৩৯৮ জন ফিলিস্তিনি। বুধবার (০৪ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 


স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ হাজার ৮৬১ জন নিহত এবং ৯৪ হাজার ৩৯৮ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।


এছাড়া গত চব্বিশ ঘণ্টায় ৪২ জন ফিলিস্তিনি নিহত এবং একশত ৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিহত মানুষের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করেন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ গাজায়। তাদের অনুমান, ইসরায়েলি বিমান হামলায় গাজায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে এখনো প্রায় ১০ হাজার মরদেহ চাপা পড়ে আছে।


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালানো হয়। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ। বন্দী করে গাজায় আনা হয় প্রায় আড়াই শ জনকে। এ ঘটনার পরপরই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এখনো হামলা সমানতালে অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে যুদ্ধবিরতির আলোচনাও।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?