সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের মারামারির ঘটনার মাঝে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে আহত শিক্ষার্থীর বাবা ঢামেক হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের ছেলে কবি নজরুল কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী হাসান আহামেদ বিশাল বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংরক্ষণের স্থানে কাজ করে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে গিয়েছিলাম।
আমার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালাক। বেশিরভাগ সময় থাকেন পল্টনে। আমি সচিবালয়ের সামনে আছি শুনেতে পেয়ে, আমাকে এগিয়ে আনতে যাওয়ার সময়ে ঐ সংঘর্ষের মাঝে পড়েন, সেখানে আনসারদের মারধরে আহত হয় তিনি। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট জেলার মংলা উপজেলার দক্ষিণ বাজিকারেরখন্ড গ্রামের আব্দুস সোবাহান হাওলাদার এর ছেলে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।