ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ‘শহিদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহিদি মার্চ শুরু হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহিদি মার্চ করতে চাই। সারাদেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহিদদের স্মৃতি ধারণ করে আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোন হাত-পা-চোখ হারিয়েছে, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হবে।’
কীভাবে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন তৈরি করতে গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি। এখনও আমাদের ভাইয়েরা ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে।