ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় সাবেক এমপি তানভীর ইমামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড তারিখঃ 09-09-2024 ইং
উল্লাপাড়ায় সাবেক এমপি তানভীর ইমামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী শামীম রেজাকে মারধরের ঘটনায় সাবেক এমপি তানভীর ইমামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী শামীমের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় এ মামলা করেন।


মামলায় সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ছাড়াও তার সাবেক পিএস মীর আরিফুর ইসলাম উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মোস্তফা, সাবেক মেয়র নজরুল ইসলামসহ ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


মামলার বিবরণ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণে দ্বন্দ্বের জেরে উল্লেখিত আসামিসহ অজ্ঞাতরা গত ৭ আগস্ট উল্লাপাড়া আকবর আলী কলেজের পাশে শিক্ষার্থী শামীমকে হত্যার উদ্দ্যেশে গুরুতর জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসার পর তার বাবা ঘটনার মাসখানেক পর মামলা করেন।


এদিকে মামলার আগেই আসামিরা সটকে পরায় কাউকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?