ঢাকা | বঙ্গাব্দ

শতকের ঘর ছাড়িয়েছে সবজির দর

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং
শতকের ঘর ছাড়িয়েছে সবজির দর ছবির ক্যাপশন: সংগৃহীত

শতকের ঘর ছাড়িয়েছে সবজির দর, টানা বৃষ্টিতে সবজি নষ্ট হওয়ার অজুহাতে দাম বাড়ানো হয়েছে বাজারে। নন্দীগ্রামের কুন্দারহাট সবজি বাজার থেকে তোলা। ছবি: সমকাল



বৃষ্টিতে গাছ নষ্টের দোহাই দিয়ে বগুড়ার নন্দীগ্রামের বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যান্য নিত্যপণ্যের একই অবস্থা। বেগুন, করলা, কপি, টমেটোসহ বেশ কিছু সবজির দাম কেজিতে শতকের ঘর ছাড়িয়েছে। এতে সাধারণ ক্রেতার নাভিশ্বাস উঠেছে। 


ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে শাকসবজির চারা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারে শাকসবজির সরবরাহ অনেক কম। তিন দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দামে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে।



উপজেলার কুন্দারহাটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, করলা ১০০ টাকা, ফুলকপি ১০০ টাকা, কাঁচামরিচ ৩০০ টাকা, গাজর ২০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটোল ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, কচুমুখী ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা ও চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।


খুচরা ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, কিনতে হচ্ছে বেশি টাকায়, তাই বিক্রিও করছি বেশি টাকায়। তাড়াতাড়ি দাম কমার সম্ভাবনা কম। বাজার করতে আসা চাঁন মিয়া আক্ষেপ করে বলেন, সবজিসহ সব ধরনের পণ্যের দাম বেশি। এগুলো দেখার কেউ নেই। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?