ঢাকা | বঙ্গাব্দ

হত্যা মামলায় আ.লীগ নেতাসহ সিরাজগঞ্জে গ্রেফতার ৩

  • আপলোড তারিখঃ 24-10-2024 ইং
হত্যা মামলায় আ.লীগ নেতাসহ সিরাজগঞ্জে গ্রেফতার ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি করে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার ২৩ অক্টোবর দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।




সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতাররা হলেন— সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (৬৬), সদর উপজেলার চিলগাছা গ্রামের আনিছুর রহমানের ছেলে রতনকান্দি ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক মো. মাসুদ পারভেজ (৩১) ও সারটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী (২২)।





ওসি মো. হুমায়ুন কবির বলেন, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?