বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে লাকি সিং (২৪) নামে এক তরুণী উপজাতি নারী পা হারিয়েছেন। তার অবস্থা শংকটাপন্ন। আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।
সোমবার (৪ আগস্ট) সকালে মিয়ানমার সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাঁশ কাটতে গিয়ে লাকি সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পরই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবিকার তাগিদে সীমান্ত পেরোতে ভয় পাচ্ছেন।
গ্রামবাসীর দাবি, দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাইন অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।