ঢাকা | বঙ্গাব্দ

মডেল জেসিয়ার গাউনে ২৪ এর ছাত্র আন্দোলনের স্লোগান

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
মডেল জেসিয়ার গাউনে ২৪ এর ছাত্র আন্দোলনের স্লোগান ছবির ক্যাপশন: হলুদ গাউন পরা জেসিয়া। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া।

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশি মডেল জেসিয়া ইসলাম তাঁর পোশাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা তুলে ধরেছেন। এ মঞ্চে হলুদ গাউন পরে তাঁর পোশাকে কালো রঙে বিভিন্ন আন্দোলনমূলক স্লোগান যেমন ‘অল আইজ অন বাংলাদেশ’,‘স্টুডেন্ট প্রোটেস্ট’, ‘কোটা আন্দোলন’, ‘মুক্তি,” `শান্তি', ও `বিচার চাই' লেখা ছিল। যা গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন হ্যাশট্যাগকে প্রতিফলিত করে।


সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করে জেসিয়া লেখেন, “আমরা কখনো ভুলব না।”



তবে, এ প্রতিযোগিতায় সুইমস্যুট পরায় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। জেসিয়া বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুইমস্যুট রাউন্ড আত্মবিশ্বাস, ফিটনেস ও ব্যক্তিত্ব তুলে ধরার জন্য রাখা হয় এবং এতে সব প্রতিযোগীরাই অংশ নেন।


মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় শীর্ষ ৭০ জনের মধ্যে জায়গা করলেও ফাইনালে পৌঁছাতে পারেননি জেসিয়া। ২৫ অক্টোবরের গ্র্যান্ড ফিনালেতে ভারতের র‍্যাচেল গুপ্তা মুকুট জিতেছেন, যা এ প্রতিযোগিতায় ভারতের জন্য প্রথমবারের অর্জন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?