ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রদের মারতে তারকাদের অর্ডার, স্ক্রিনশট ফাঁস!

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
ছাত্রদের মারতে তারকাদের অর্ডার, স্ক্রিনশট ফাঁস! ছবির ক্যাপশন: প্রকাশ হওয়া স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকারা দুই ভাগ হয়ে যান। আন্দোলনের শুরুতে পক্ষে থেকে অনেক তারকাকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়। সাহস নিয়ে রাজপথে নামেন কেউ কেউ। আবার আরেকটি দল হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। হোয়াটসঅ্যাপের সেই কথোপকথন ফাঁস হয়েছে। তার কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।


‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ, সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা এবং অরুণা বিশ্বাসসহ অনেকে।


ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, সুইটি ছাত্রদের যেকোনো মূল্যে দমন করার পরামর্শ দিচ্ছেন।


ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা! বলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর জন্য শিক্ষার্থীদের গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস!

  

বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। 

 

নিজের ফেসবুকে তারকাদের এরকম কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন ফারুকী। তবে এগুলো আসলেই তাদের কিনা তা যাচাই করতে পারেনি সময় সংবাদ।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে