ঢাকা | বঙ্গাব্দ

৫৩ বছরের ভোগান্তি নিরসনে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা তৈরি

“রাস্তার দুই পাশে গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতে পেলে রাস্তাটি পাকা করা সম্ভব’’
  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং
৫৩ বছরের ভোগান্তি নিরসনে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা তৈরি ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরের সড়াতৈল এলাকার প্রায় ৫৩ বছরের ভোগান্তি নিরসন করতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করলেন এলাকাবাসী।


রাস্তাটি তৈরি হলে দীর্ঘ ৫৩ বছরের ভোগান্তির অবসান হবে বলে আশাবাদী এলাকাবাসী। রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার ইচ্ছেও রয়েছে তাদের।


সড়াতৈল গ্রামের ফারুক হোসেন বলেন, “স্বাধীনতার পর থেকে এই একটি মাত্র রাস্তার অভাবে আমরা চরম ভোগান্তি পোহাচ্ছি। আমরা কয়েক দফায় জনপ্রতিনিধিদের কাছে দাবি করলেও কোনো লাভ হয়নি। পরে গ্রামবাসীরা মিলে পরিকল্পনা করি আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করবো।’’


একই এলাকার আব্দুর রশিদ নামের আরেকজন বলেন, “ইতোমধ্যে সড়কের কিছু অংশ দৃশ্যমান হয়েছে। মজুরি ছাড়াই গ্রামের বাসিন্দারা কাজ করছেন। যারা শ্রম দিতে পারছেন না, তারা আর্থিক সহযোগিতা করছেন।”


সরেজমিনে দেখা যায়, এলাকার সালদারবিল সংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই। চলাচলে ‘দুর্ভোগ কমাতে’ সড়াতৈল গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করেছেন। ইতোমধ্যে শেষ হয়েছে আধা কিলোমিটারের কাজ।


একটি রাস্তার অভাবে এ অঞ্চলের মানুষের পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কসহ শাহজাদপুর যেতে অনেকটা পথ ঘুরতে হয়। বর্ষায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয় নৌকায়। এছাড়া মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসতে ভোগান্তি পোহাতে হয় কৃষকদের।


“রাস্তা নির্মাণের পর দুই পাশে গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ বা অন্য কোনো মাধ্যমে অর্থের ব্যবস্থা হলে রাস্তাটি পাকা করা সম্ভব হবে বলেও জানিয়েছেন স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের প্রধান উদ্যোক্তা নজরুল ইসলাম।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?