ঢাকা | বঙ্গাব্দ

তাড়াশে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ 30-11-2024 ইং
তাড়াশে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাটে ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ইসকনের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।


শনিবার (৩০নভেম্বর) বিকেলে উপজেলার রানীরহাট বাজারে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চার মাথায় শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ নিরব হোসেন, রানীরহাট ছাত্র সমাজ প্রতিনিধি মোঃ স্বাধীন হোসেন, তালম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক মোঃ জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক, সুমন রাজ সহ ছাত্র বৃন্দ ও এলাকাবাসী।


বক্তারা বলেন, ইসকন নামের সন্ত্রাসী সংগঠন আইনজীবী মো: সাইফুল ইসলামকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা এবং মসজিদ ভাংচুর করেছে। আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই সেই সাথে ইসকন সংগঠন সারাজীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করনের দাবি জানাই।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?