ঢাকা | বঙ্গাব্দ

ভোক্তা অধিকারের অভিযান সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং
ভোক্তা অধিকারের অভিযান সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি, মুরগি বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


০৪ নভেম্বর (সোমবার) দুপুর থেকে “ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে” শুরু হওয়া এই অভিযানে সলঙ্গা বাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। এসময় থানা সদরের খাবার হোটেল, মুরগি দোকান, কাঁচাবাজারসহ ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলে পরিবেশন করা, খোলা বাজারে জবাইকৃত মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভেজাল বিরোধী অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?