এইডস প্রতিরোধে এক বৈপ্লবিক সাফল্য এসেছে। লেনাকাপাভির নামের একটি নতুন ইনজেকশন ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় শতভাগ সফলতা দেখিয়েছে। বছরে মাত্র দুইবার এই ইনজেকশন নিলেই এইডস প্রতিরোধ সম্ভব।
গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই ইনজেকশন শতভাগ কার্যকর। পুরুষদের ক্ষেত্রেও এর কার্যকারিতা প্রায় একই রকম। সানলেঙ্কা নামের এই ওষুধটির উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলিয়াড জানিয়েছে, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলসহ এইচআইভি’র ব্যাপক বিস্তার আছে এমন ১২০টি নিম্ন আয়ের দেশে সানলেঙ্কার সাশ্রয়ী জেনেরিক সংস্করণ সরবরাহ করা হবে।
তবে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, যেখানে সংক্রমণের হার ক্রমশ বাড়ছে, সেখানে এই ওষুধ সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
ইউএনএইডসের কার্যনির্বাহী পরিচালক উইনি বায়ানিমা বলেন, ‘এটি আমরা এ যাবৎ যত প্রতিরোধমূলক উপায় দেখেছি, তার মধ্যে সবচেয়ে কার্যকর।’ তিনি সবার জন্য এই ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
ইউএনএইডসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বিশ্বব্যাপী এইডসে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৩০ হাজারে নেমে এসেছে। এটি এইডসের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
যদিও উত্তর আমেরিকা এবং ইউরোপের কিছু অংশে এইচআইভি চিকিৎসার জন্য লেনাকাপাভিরের অনুমোদন রয়েছে, প্রতিরোধের জন্য এর প্রাপ্তি সীমিত। ল্যাটিন আমেরিকার মানবাধিকার সংগঠনগুলো জেনেরিক বিতরণ চুক্তিতে তাদের অঞ্চল অন্তর্ভুক্ত করার জন্য গিলিয়াডকে অনুরোধ জানিয়েছে।
মেক্সিকোর গবেষক ডা. আলমা মিনার্ভা পেরেজ বলেন, সামাজিক কুসংস্কারের কারণে গে পুরুষদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠী প্রতিদিন প্রতিরোধমূলক ঔষধ খেতে অনীহা প্রকাশ করে। তাদের জন্য বছরে দুইবার ইনজেকশন নেওয়া অনেক সুবিধাজনক। ২০২১ সাল থেকে মেক্সিকোতে বিনামূল্যে প্রতিদিনের ঔষধ সরবরাহ করা হলেও, সরকার এখনও সানলেঙ্কা সরবরাহের কোনো পরিকল্পনা ঘোষণা করেনি।
উন্নত দেশগুলিতে সানলেঙ্কার বার্ষিক মূল্য ৪০ হাজার ডলারের বেশি। তবে বিশেষজ্ঞদের মতে, জেনেরিক উৎপাদনে প্রতি চিকিৎসার মূল্য মাত্র ৪০ ডলার হতে পারে। মানবাধিকার সংগঠনগুলো ওষুধের পেটেন্ট বাতিল করে সাশ্রয়ী মূল্যে এটি সবার জন্য প্রাপ্তির দাবি জানিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনাকাপাভিরের সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।