ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপে শীর্ষস্থানে উঠে এসেছে স্পেন। মার্টিন জুবিমেন্ডির একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
ইনজুরির কারণে নিয়মিত একাদশের ৭জন ফুটবলারকেই পাননি কোট লুইস ডি লা ফুয়েন্তে। তবুও দারুণ প্রভাব বিস্তার করে খেলেছে স্পেন। ডেনমার্কের জালে একের পর এক আক্রমণ চালায় তারা। যদিও বার্সেলোনার কিশোর তারকা লামিন ইয়ামাল এই ম্যাচে ছিলেন ব্যর্থ। বারবার ডেনমার্কের ডিফেন্ডারদের কাছে আটকা পড়েন তিনি।
এত এত আক্রমণ চালিয়েও স্পেনকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৯ মিনিট পর্যন্ত। ডেনমার্কের গোলরক্ষক স্মেইসেলকে ফাঁকি দিয়ে জুবিমেন্ডি করেন স্পেনের জার্সিতে নিজের প্রথম গোল। বিরতির পর স্পেন কিছুটা গতি বাড়ালেও, ডেনমার্কের গোলের সামনে তেমন বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি।
এ জয়ের ফলে স্পেন তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ডেনমার্কের পয়েন্ট ৬। তৃতীয় স্থানে থাকা সার্বিয়ার পয়েন্ট ৪। সুইজারল্যান্ড এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি জুবিমেন্ডি। তিনি বলেন, ‘আমরা দারুণ খুশি। বিশেষ করে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় আমাদেরকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছি। প্রথমার্ধে আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে সমর্থ হই।