ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতে আমিরের আগমন উপলক্ষে নীলফামারীতে আনন্দ র‌্যালি

  • আপলোড তারিখঃ 07-11-2024 ইং
জামায়াতে আমিরের আগমন উপলক্ষে নীলফামারীতে আনন্দ র‌্যালি ছবির ক্যাপশন: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. শফিকুর রহমান এর নীলফামারী আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে জামায়াতের কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।


বুধবার (৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর নীলফামারী আগমন উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা শাখার কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালি বের হয়।


র‌্যালিটি উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। কিশোরগঞ্জ ইউনিয়নের জামায়াতের রুকন শিব্বির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা টিম সদস্য ডা. মো. মোশারফ হোসেন, রবিউল ইসলাম, জামায়াতের পুটিমারী ইউনিয়ন শাখার রুকন মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ। 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান আগামী ৮ নভেম্বর (শুক্রবার) নীলফামারী আসবেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে পৌরসভা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম। 


এছাড়া আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহানগরী ও জেলা নেতৃবন্দ। কর্মী সম্মেলনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে দলে দলে যোগ দেয়ার আহ্বান জানিয়ে এ আনন্দ মিছিল করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?