ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছবির ক্যাপশন: প্রতীকী

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাহাদুর মিয়া (৩০) ও সুজন শেখ (২৮)। ইরিন আক্তার (১২) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নুরজাহান বেগম (৪৫)।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ বাজার এলাকায় বিকাল সাড়ে ৩টার দিকে উল্লাপাড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুজন ও এক যাত্রী বাহাদুর মারা যায় এবং অপর এক যাত্রী আহত হয় বলে স্থানীয় ও পুলিশ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ ফাহিম জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?