ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জামায়াতের রুকন সম্মেলন

জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং
সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জামায়াতের রুকন সম্মেলন ছবির ক্যাপশন: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে শনিবার ( ৯ নভেম্বর) বিকেলে রুকন সম্মেলন ও  কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার জামায়াত ইসলামী নেতা কর্মীদের অত্যাচার, জুলুম, নাটক সাজিয়ে  নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে । হাসিনা সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছেন। সেই ট্রাইবুনালে পতিত স্বৈরাচার হাসিনাসহ সকল খুনিদের ফাঁসি হবে সেটাই দাবি জানাচ্ছি ।


বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল আরও বলেন,দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ ,জাতীয় পার্টিসহ অন্যান্য দলের শাসন দেখেছে, এবার জামায়াত ইসলামীকে দেখতে চায় জনগণ।



সিরাজগঞ্জ পৌরএলাকার কাজিপুর মোড় এলাকায় অবস্থিত দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গণে উক্ত কর্মী সমাবেশে জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল লতিফ  সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর  অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম । 


সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী শহর শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল মজিদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক জুবায়ের আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?