ঢাকা | বঙ্গাব্দ

রিমান্ডে অসুস্থ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, নেওয়া হলো ঢাকা মেডিকেলে

  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং
রিমান্ডে অসুস্থ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, নেওয়া হলো ঢাকা মেডিকেলে ছবির ক্যাপশন: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন পলক। আজই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন তিনি।



ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।



এরআগে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?