ঢাকা | বঙ্গাব্দ

জেনারেল হাসপাতালের চিহ্নিত দালাল সাদ্দাম হোসেন আটক পাবনায় আটক

  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং
জেনারেল হাসপাতালের চিহ্নিত দালাল সাদ্দাম হোসেন আটক পাবনায় আটক ছবির ক্যাপশন: সংগৃহীত

পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাধা দেওয়া ও হাসপাতালের কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাসপাতালের চিহ্নিত এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। 


সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন পাবনা শহরের শালগাড়িয়া মালিগলি স্কুল পাড়ার কুদ্দুস আলীর ছেলে। তিনি পাবনা জেনারেল হাসপাতালের একজন দালাল বলে পরিচিত।


হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে একটি রুমে সরকারি ইসিজি মেশিন রয়েছে। যেখান থেকে মাত্র ৮০ টাকায় ইসিজি করেন রোগীরা। দালাল সাদ্দাম জোর করে অস্ত্রে মুখে রোগীদের জিম্মি করে সরকারি মেশিনের বদলে তার নিজস্ব ইসিজি মেশিনে পরীক্ষা করাতে বাধ্য করতো রোগীদের। আর পরীক্ষার ফি বাবদ ৭শ থেকে ৮শ টাকা এমনকি কোনো কোনো রোগীর কাছ থেকে ১৫শ টাকা পর্যন্ত আদায় করতো।


৬ নভেম্বর সাদ্দাম হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাধা দেন এবং ইসিজি মেশিনের কিছু অংশ খুলে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে হাসপাতালের কর্মচারীদের হত্যার হুমকি দেন। এ অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) দুপুরে সেনাবাহিনী পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে থানায় হস্তান্তর করে।


এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত একজন নার্সকে মারধরের ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মামলা হয়। আটককৃত সাদ্দামের নামে হত্যাসহ মোট ৪টি হত্যা মামলা রয়েছে বলে সদর থানার ওসি জানিয়েছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?