ঢাকা | বঙ্গাব্দ

জয় দিয়ে সূচনা করে বিকেএসপি সবুজ দল

  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং
জয় দিয়ে সূচনা করে বিকেএসপি সবুজ দল ছবির ক্যাপশন: ফাইল ছবি

সাভারের বিকেএসপি মাঠে শুক্রবার বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনা মোহামেডান একাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সবুজ দল।


বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিকেপিএসের পরিচালক (প্রশিক্ষণ) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিকেএসপির লাল-সবুজ ছাড়াও টুর্নামেন্টের অন্য দলগুলো হলো- সিলেটের জৈন্তা ফুটবল একাডেমি, গাজীপুরের বিওএফ বয়েজ ফুটবল একাডেমি, সাভারের রিংকু ফুটবল একাডেমি, বগুড়ার ওয়ান স্টার সোনাতলা ফুটবল একাডেমি, খুলনার মোহামেডান ফুটবল একাডেমি, মো. রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, মানিকগঞ্জের মাসুম ফুটবল একাডেমি, উল্লাপাড়ার খেলোয়াড় কল্যাণ সিরাজগঞ্জের সিমিটি, শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার মেমোরিয়াল ফুটবল একাডেমি, গোবিন্দগঞ্জের জেপি স্পোর্টস কমপ্লেক্স, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, খুলনার এসবি আলী ফুটবল একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ-কামাল ফুটবল একাডেমি।


টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?