সোমবার (১৮ নভেম্বর) বিকেলে এক কৃষক খালের ধারে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভিড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ রইচ উদ্দিনের পরিবার জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মরদেহ পাওয়া যায়।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন কৃষক গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।