ঢাকা | বঙ্গাব্দ

পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

ইন্দিরা গান্ধী হয়ে আসছেন কঙ্গনা, জানালেন মুক্তির তারিখ।
  • আপলোড তারিখঃ 18-11-2024 ইং
পর্দায়  ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবির ক্যাপশন: ফাইল ছবি

বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রনৌত। বহু দিন ধরেই নিজের পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে উত্তেজিত ছিলেন তিনি। সিনেমাটি মুক্তি পাওয়ার কথাও ছিল চলতি বছরের ৬ সেপ্টেম্বর। কিন্তু বাধ সেধেছিল আইনি জটিলতা। তবে গত মাসেই সেই আইনি জটিলতা কাটার কথা ঘোষণা করেন এই অভিনেত্রী।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার কথাও জানান কঙ্গনা। তবে আইনি জটিলতার কারণে বার বার ছবি মুক্তির দিন পিছিয়েছে। এ বার ছবি মুক্তির দিন চূড়ান্ত হল। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’।


ইনস্টাগ্রামে ছবির পোস্টার পোস্ট করে ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তির তারিখ জানালেন কঙ্গনা নিজেই। তিনি জানান, ভারতের সবচেয়ে শক্তিশালী নারীকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।


এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। চিত্রনাট্যও লিখেছেন নিজেই।


এর আগে কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। এরপর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে।


কঙ্গনা অভিযোগ ছিল, সেন্সর বোর্ড অহেতুক তাদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছিলেন, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। অবশেষে সেই ছাড়পত্র পেয়ে ছবি মুক্তির তারিখও ঘোষণা হল।


কঙ্গনা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?